কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : এস,এম, মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার (২১ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম ফাতেমার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ নূরুল আমিন, জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা মোহাম্মদ শেফাউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, থানার সাব ইন্সপেক্টর মোঃ আমিনুল হক, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, হরিমঞ্জুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ।
এছাড়া যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি মাতৃভাষা পেলো তাদের রুহের মাগফিরাত কামনা করে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ এবং কাপাসিয়া মডেল মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।#