শিরোনাম
শহীদ জিয়ার দল সবসময় জনগণের পাশে থাকে: ডা. জাহিদ   » «    কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার   » «    আলোচিত পূর্ণিমা গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার   » «    কাপাসিয়ায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার   » «    দূর্গম চরচরাঞ্চল মানুষের আশ্রয়স্থল জননেতা হারুন হাওলাদর   » «   

কাপ্তাইয়ে চোলাই মদসহ মহিলা গ্রেফতার

রাঙ্গামাটি:

কাপ্তাই থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ২৬( ছাব্বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজন মহিলা মদ ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে।
গ্রেফতারকৃত মহিলা হলেন, বিশাখা তঞ্চঙ্গ্যা (৪৬), গ্রাম-০৫নং ওয়াগ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দেবতাছড়ি (ছোট পাগলী) পাড়া। বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে  কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম এর নেতৃত্বে থানা পুলিশ সদস্যরা দেবতাছড়ি (ছোট পাগলী) গ্রামে গিয়ে বিশাখা তঞ্চঙ্গ্যা বসত ঘর থেকে ২৬(ছাব্বিশ)  লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে গ্রেফতার করে।
ওসি মোঃ আবুল কালাম জানান, গোপন সংবাদ পেয়ে গ্রেফতারকৃত মহিলা দেশীয় তৈরি চোলাই মদ নিয়ে পাচারের উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার সময় মদসহ গ্রেফতার করে। আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়। আজ বৃহস্পতিবার  তাঁকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মদসহ মহিলা গ্রেফতার
সাম্প্রতিক সংবাদ