উজিরপুরে মসজিদে ঢুকে মুসুল্লিকে পাশবিক নির্যাতন
উজিরপুর প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের মধ্য লস্করপুর জামে মসজিদে ঢুকে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যা সাড়ে ৬ টার সময় মধ্য লস্করপুর গ্রামের সন্ত্রাসী জলিল ব্যাপারী (৫০) মহাসীন ডাকুয়া (৪০) হাবিব ব্যাপারী (৬০) সহ ৫-৬ জন মিলে একই এলাকার মৃত কদম আলী বেপারীর ছেলে ফারুক হোসেন ব্যাপারী (৪৫) এর উপরে অতর্কিত হামলা চালায়।
এক পর্যায় তাকে টেনে হিঁচড়ে মসজিদ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে উপর্যুপরি পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। এতে তার হাতের আঙুল ভেঙ্গে যায় এবং গুরতর আহত হয়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত ও অভিযোগ সূত্রে আরো জানা যায়, হামলা চালিয়েই তারা ক্ষান্ত হয়নি । এ সময় আহতের শার্টের পকেটে থাকা ৩৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং হত্যা করার উদ্দেশ্য দেশীয় ধারালো দা দিয়ে ধাওয়া করে। এসময় মসজিদের অন্যান্য মুসল্লীরা সন্ত্রাসীদের প্রতিহত করতে ব্যর্থ হয়। এ ব্যাপারে ফারুক হোসেন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।