ঈদে সরকারি চাকরিজীবীদের সমান ছুটি পাবে শ্রমিকরা: প্রতিমন্ত্রী
শ্রমিকদের ছুটি সরকারি ছুটির চেয়ে কোনোভাবে কম দেওয়া যাবে না। মালিক-শ্রমিক আলোচনা করে ছুটি বাস্তবায়ন করা হবে। ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে, এ সময় কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।
বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। কারখানাগুলো তাদের সুবিধামতো এটি পরিশোধ করবেন।
শ্রমিকদের ছুটি নিয়ে তিনি বলেন, মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে। শ্রমিকদের ছুটি কোনোভাবেই ঈদের সরকারি ছুটির চেয়ে কম হবে না।