সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে পরিত্যক্ত পাঠাগার ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দিবাগত রাত প্রায় পৌনে ১টার দিকে পৌর শহরের পাবলিক মাঠ সংলগ্ন পাঠাগারে এই অগ্নিকান্ডে ঘটে।
স্থানীয়দের মতে, পরিত্যক্ত এই ভবনে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। দীর্ঘদিন ধরে এটি বখাটেদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাদের ধারণা, মাদক সেবন থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
অগ্নিকান্ডের খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহম্মেদ বলেন, ‘টেলিফোনের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পানি বাহী গাড়ি সেট করি। এরপর খালে পাম্প সেট করতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে দ্রæত অগ্নি নির্বাপনের চেষ্টায় ত্রুটি ছিল না।’
উল্লেখ্য, আজ (২০ ফেব্রæয়ারী) বেলা ১১টায় পরিত্যক্ত এই ভবনসংলগ্ন নতুন ভবনে দীর্ঘ প্রায় দুই যুগ পর পাঠাগারের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।