মোঃ আব্দুল কুদ্দুস
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর ছুরিকাঘাতে রুমা খাতুন (২১) নামের এক স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী সোহাগ সেখকে (২৮) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। ঘাতক সোহাগ সেখ ওই গ্রামের আফসার প্রামাণিকের ছেলে।
কায়েমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল মজিদ বলেন, ভোরে জানতে পারি একটা মেয়েকে তার স্বামী চর থাপ্পড় দিয়ে মেরে ফেলেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় ও বুকে ছুরির আঘাত। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে ঘাতক স্বামীকে আটক করেছে।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন যাবত কলহ চলছিল। মাঝে মধ্যেই তারা ঝগড়াঝাটি করতো। এসব বিষয় নিয়ে এই হত্যাকান্ড হতে পারে বলে তাদের ধারণা।
নিহত রুমার দুলাভাই জানান বিয়ের পর থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে সোহাগ মারধর করত ও মানসিক নির্যাতন করত। গত দুদিন আগেই শ্বশুরবাড়ি সন তোলা থেকে নিয়ে এসেছে। আজ এসে তার লাশ দেখতে পাচ্ছি । সে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এই বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে ঘাতক ওই স্বামীকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা ও মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ##
শাহজাদপুর সিরাজগঞ্জ