সিংগাইরে কহেল হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা, ভাতিজা গ্রেফতার!
সিংগাইর, মানিকগঞ্জঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামে কহেল মুন্সি (৬৫) হত্যার ঘটনায় ৭ জনকে আসামী করে সিংগাইর থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার(১২ মার্চ) নিহতের মেয়ে কবরী বাদি হয়ে থানায় এ মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছে- নিহতের ভাতিজা হ্নদয় মুন্সি (২৩), ভাই- ইসলাম মুন্সি (৬৭), ভাবী-কুলসুম (৫৫), ভাতিজি- রোজিনা (৩৫), নাতনি- কনা (১৯) ও একই গ্রামের জরিনা আক্তার (৩৫),আলেয়া বেগম (৫৫)সহ অজ্ঞাত ২-৩ জন।
মামলার প্রধান আসামি হ্নদয় মুন্সিকে গ্রেফতার করেছেন বলে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ মঙ্গলবার বিকালে নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আসামি হত্যার দায় স্বীকার করেছে। তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, কহেল মুন্সির হত্যা ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামিদের তিন আত্বীয় খাদেম আলী, চায়না আক্তার ও মহাসিনকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানিয়েছেন। তিনি আরো বলেন, বাকি আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
উল্লেখ্য জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার দুপুরে দুই ভাই – ইসলাম মুন্সি ও কহেল মুন্সি পরিবারের মধ্যে ঝগড়া হয়। এতে বড় ভাই ইসলাম মুন্সির পরিবারের লোকজনের মারপিটে ছোট ভাই কহেল মুন্সি তার স্ত্রী ও ছেলে মারাত্নক আহত হন। সোমবার ভোরে কহেল মুন্সি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।