ময়মনসিংহ সিটি নির্বাচন : ৪৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টিটু
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ৪৭ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে মেয়র পদে ঘড়ি প্রতীকে ৪৫ হাজার ৮৭৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র ইকরামুল হক টিটু।
তাছাড়া সাদেকুল হক খান মিলকি হাতি প্রতীকে ১০ হাজার ২০৪ ভোট ও এহতেশামুল আলম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭২৯ ভোট।
প্রসঙ্গত, ২০১৮ সালে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম মেয়র হন ইকরামুল হক টিটু।
তবে এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থীর সঙ্গে।