রাজবাড়ীতে নারীসহ দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন 

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে মাদক মামলায় নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো, যশোর জেলার কোতয়ালী থানার বাজুয়াডাঙ্গা গ্রামের সৈয়দ গোলামের ছেলে আ. মান্নান ও মনিরামপুর থানার হাকোবা গ্রামের হোসেন আলীর স্ত্রী শাহিদা বেগম।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের অতিরিক্ত পিপি আবু বক্কর বলেন, ২০০৯ সালের ৯জুন গোয়ালন্দ ঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় দোষী সাব্যস্ত করে আসমীদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। আসামী আঃ মান্নান ও শাহিদা বেগমদেরকে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * যাবজ্জীবন
সর্বশেষ সংবাদ