৩য় বারের মতো সাংসদ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সভাপতি নির্বাচিত হওয়ায় ইব্রাহিম এমপিকে সংবর্ধনা
চাটখিল প্রতিনিধিঃ
৩য় বারের মতো সাংসদ নির্বাচিত এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদীয় আসন ২৬৮ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন হতে এইচ এম ইব্রাহিম এমপিকে, চাটখিল উপজেলার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজিত বিশাল সংবর্ধনা প্রধান করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আজিজ সুপার মার্কেট শহীদ মিনার মসজিদ মাঠে (বৃহস্পতিবার) সন্ধ্যায় এইচ এম ইব্রাহিম এমপিকে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল (ভিপি) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সাবেক প্রধান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত হোসেন, সাবেক পৌর প্যানেল ও পৌর সভাপতি মেয়র সাহাজাহান খান বাবুল, পৌর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা ছাত্র লীগের সভাপতি জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন ও খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।
আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক ওমর ফারুক, মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা আকতার মেরি, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর ও আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।