রংপুর বিটাকের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ডিজি এবং পিডি
মহানগর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার হরিদেপুর ইউনিয়নের দেবীপুর মৌজায় রংপুর দিনাজপুর রোডের পাশে অধিগ্রহণ করা ৫ একর জমির উপর বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) রংপুরের আঞ্চলিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে।
শনিবার দুপুরে নির্মাণ কাজ পরিদর্শন করেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের ডিজি পরিমল চন্দ্র ও প্রকল্প পিডি জালাল উদ্দিন প্রমুখ। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান গণপূর্ত রংপুর অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান খন্দকার ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আরিফুর রহমান।
প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ১০৯ কোটি টাকা। প্রকল্পের মধ্যে রয়েছে চারতলা বিশিষ্ট একাডেমিক ও প্রশাসনিক ভবন, ১০তলা বিশিষ্ট দুটি ছাত্র ও ছাত্রী হোষ্টেল। ওয়ার্কশপ, গার্ড রুম, বাউন্ডারী ওয়াল, রাস্তা, ড্রেন ও গ্যারেজ নির্মাণ। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ও প্রশাসনিক ভবন ও হোষ্টেলটি নির্মাণ কাজ শুরু হয়েছে। ডেলটা কনন্সট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করেছেন। বর্তমানে পাইলিংয়ের কাজ চলছে। হোষ্টেলটি নির্মাণ হলে এখানে ২৮০জন ছাত্র-ছাত্রীর থাকার ব্যবস্থা হবে। প্রকল্প পরিচালক ড. মোঃ জালাল উদ্দিন জানান, রংপুর বিটাকের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার লক্ষ্য হলো ওই অঞ্চলে পিছিয়ে থাকা জনগোষ্ঠিকে কর্মক্ষম হিসেবে গড়ে তোলাই। শিক্ষিত, অর্ধশিক্ষিত এমনকি অশিক্ষিত বেকারদের জীবনের আলো দেখাচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। বিটাকের প্রশিক্ষণ মানেই চাকরি। বিটাক থেকে প্রশিক্ষণ নিয়ে বেকার জীবনের তকমা ঘুচিয়ে আলোর পথে আসছেন নারী-পুরুষেরা। দেশের ৩৩টি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বিটাকের প্রশিক্ষণ পাওয়া প্রায় ছয় হাজার কর্মী কাজ করছেন। রংপুর বিটাক সে ক্ষেত্রে কাজ করবে।
রংপুর বিটাক নির্মাণের তত্ত্ববধায়নের দায়িত্বে রয়েছেন গণপূর্ত বিভাগ। ২০২৪ সালের জুলাই মাসে প্রকল্পের কাজ শেষ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে গণপূর্ত বিভাগ। রংপুর গণপূর্ত অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান জানান, রংপুর বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেছেন। সম্প্রতি সরকারের উদ্যোগে এটি বাস্তবায়ন হতে যাচ্ছে। বর্তমানে পাইলিংয়ের কাজ চলছে। রংপুর বাসীর জন্য এটা খুবই ভাল সংবাদ।