শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” প্রতিপাদ্যে নোয়াখালীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আনসার নোয়াখালী ক্যাম্পের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে, বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করা হয়।
সমাবেশে নোয়াখালী সদর উপজেলা প্রশিক্ষক মুহাম্মদ মামুনুর রশিদ ও উপজেলা প্রশিক্ষিকা মোমেনা বেগমের সঞ্চালনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নোয়াখালী জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিচালক ও রেঞ্জ কমান্ডার (কুমিল্লা) মোহাম্মদ মাহবুবুর রহমান পিএএমএ পিভিএমএস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ মুরাদ, নোয়াখালী আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
বক্তারা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও সংকট দূর্যোগকালীন সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান ও গৌরবগাঁথা স্মৃতি ও আগামীর করণীয় তুলে ধরেন।
এ সময় গুণী আনসার ভিডিপি সদস্যদের মাঝে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ উপহার হিসেবে সাইকেল ও ছাতা প্রদান করা হয়।
বার্তা প্রেরক
শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা