শিরোনাম
চট্টগ্রামে জলাবদ্ধতা: চার উপদেষ্টার হাতে নগরীর ভাগ্য   » «    ফরিদপুরে রিকশার ব্যাটারি চুরির করে কিশোর রিকশাচালক হোসাইন কে হত্যা গ্রেপ্তার -৩   » «    গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা   » «    মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «   

পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্টের আয়োজনে দুর্যোগ ঝঁকি হ্রাস সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে আজ সোমবার জেলা রেড ক্রিসেন্টের আয়োজনে জার্মান রেড ক্রসের মহযোগীতায় “স্ট্রেংথেনিং ডিআরএম স্ট্রাকচার এ্যান্ড ক্যাপাসিটিজ অব দি বিডিআরসিএস” প্রকল্পের আওতায় দুর্যোগ ঝঁকি হ্রাস সংক্রান্ত মহড়া অনুষ্ঠীত হয়েছে।

জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠীত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান। এসময জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেডক্রিসেন্টের চেয়ারম্যান সারমা রহমান হ্যাপী উপস্থিত ছিলেন।

জেলা রেক্রিসেন্টের সাধারন সম্পাদক নূরদিদা খালিদ রবি জানান, মহড়া অনুষ্ঠানে জেলা রেডক্রিসেন্টের ৬৫ জন যুব রেডক্রিসেন্ট সদস্যসহ ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ গ্রহন করেছে।

অনুষ্ঠানে উপকূলের জেলাগুলোতে ঘূর্নিঝড়ের সময় কি ধরনের ঘূর্নিঝড়ের সংকেত, রেডক্রিসেন্টের সদস্য কিভাবে তাদের দ্বায়িত্ব পালন করেন এবং ঘূর্নিঝড়ের আগে ও পড়ে তারা কি ধরনের দ্বায়িত্ব পালন করেন সেসব বিষয় তুলে আনা হয়। এসময় মহড়া অনুষ্ঠানটি দেখতে শিক্ষার্থী, শিক্ষক, গনমাধ্যম কমীর্সহ বিভিন্ন পর্যায়ের সচেতন মানুষ অনুষ্ঠান স্থলে ভীড় করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * জেলা রেড ক্রিসেন্ট * স্ট্রেংথেনিং ডিআরএম স্ট্রাকচার এ্যান্ড ক্যাপাসিটিজ অব দি বিডিআরসিএস
সাম্প্রতিক সংবাদ