কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আ’লীগ নেতা মিল্টনের মোটরসাইকেল শোডাউন
পিরোজপুর প্রতিনিধি:
তফসিল ঘোষণা না হলেও মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনী রেশ কাটছে না পিরোজপুরের কাউখালীতে। সংসদ নির্বাচন শেষে এখন চলছে উপজেলা নির্বাচনের গুণগুনানি। নির্বাচনকে সামনে রেখে অনেক প্রার্থী ইতিমধ্যেই নির্বাচনী মাঠে নেমে গেছে। জনগণের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে।
কাউখালী উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে শুক্রবার বিকালে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী কাউখালি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিলটন।
এ সময় তার সাথে ছিলেন অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা। আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আমিনুর রশিদ মিলটন বলেন, আমি সদর ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন চেয়ারম্যান থাকা অবস্থায় দৃশ্যমান অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আমি আশা করি জনগণ আমার সাথে থাকবে এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জনগণ আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবে।