সিরাজগঞ্জ প্রতিনিধি :
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই শ্লোগান নিয়ে মানুষের সেবায় এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বাহিনীটির জেলা সমাবেশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটির জেলা কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের রেঞ্জ কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য বিভিএমএস। এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম।
সমাবেশে প্রধান অতিথি বলেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার সদস্যরা ভূমিকা রেখে চলেছে। এসময় ৫ আগষ্ট পরবর্তী সময়ে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা ও গুরুত্বপূর্ণ কেপিআইসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দেশের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখার লক্ষ্যে আনসার সদস্যদের অনুপ্রাণিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান। তিনি বলেন, ৫ আগষ্ট পরবর্তী সময়ে আনসার সদস্যগণ দেশের থানা নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্ব পালনে নিযুক্ত ছিলেন এবং পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহযোগীতা করেছেন। যার ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। এজন্য তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রাম পর্যায়ে আনসার বাহিনী যেভাবে নিরাপত্তা দিচ্ছে তা তাকে বিস্মিত করেছে। সেই সাথে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে আনসার বাহিনী সবসময়ই অবদান রেখে আসছেন। বিশেষ করে করোনা মহামারীর সময়ে লকডাউন, কোয়ারেন্টাইন, টিকা কেন্দ্রের শৃঙ্খলা, হাসপাতালের শৃঙ্খলাসহ নানাবিধ অবদানের কথা তুলে ধরেন।
উক্ত জেলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রাজশাহী রেঞ্জের পরিচালক ড. লুৎফর রহমান বিভিএমএস, জয়পুরহাটের জেলা কমান্ড্যান্ট মো. সোহাগ পারভেজ।
এছাড়াও জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহকারী জেলা কমান্ড্যান্ট মো. মশিউর রহমান মানিক, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. সোহেল রানা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের জেলা কর্মকর্তাগণ, অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ, বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসার সদস্যগণ, ইউনিয়ন দলনেতা দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডারসহ ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চৌহালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. বশির উদ্দিন এবং রায়গঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সেলিনা আক্তার। সমাবেশ শেষে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ ৬৩ জন আনসার ও ভিডিপি সদস্যেদের মাঝে বাইসাইকেল, হটপট, টর্চলাইট ছাতাসহ বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।
শুভ কুমার ঘোষ
সিরাজগঞ্জ