অভিনন্দন বার্তা
আজ সোমবার ১৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে ‘আওয়ামী দুঃশাসনে ক্ষতিগ্রস্থ প্রবাসী পরিবার’ ২৪’ এর প্রধান সমন্বয়কারী মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু ও সভাপতি আলহাজ্ব আবু সাঈদ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূইয়া এক বিবৃতিতে বলেন, “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল সম্প্রতি সৌদি আরব ভ্রমন করার সময় বিমানের টিকিটের উচ্চ মূল্য নিয়ে প্রবাসীদের অভিযোগ ও ভোগান্তির কথা জানতে পারেন।
তিনি দেশে ফিরে এসে দ্রুত মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিমানের টিকিটের উচ্চ মূল্য ও যাত্রীদের ভোগান্তির কথা নিয়ে আলোচনা করার ২৪ ঘন্টার মধ্যে উচ্চ পর্যায়ের একটি সভায় সৌদি আরব ও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বিমানের টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়। ১১ ও ১৩ ফেব্রুয়ারি থেকে সরকারি সার্কুলারের মাধ্যমে জানানো হয় প্রবাসী কর্মীদের জন্য সৌদি আরবগামী যে কোন বিমানের টিকিটের মূল্য ৩৬০ ডলার ধার্য করা হয়।
আগে এটি ছিল জেদ্দায় ৪৮০, মদিনায় ৪৩০ ও রিয়াদ/দম্মামে ৪০০ ডলার। মালয়েশিয়ার জন্য এটি ১৭৫ ডলার থেকে কমিয়ে ১৫০ ডলার ধার্য করা হয়। এই যুগান্তকারী সরকারি সিদ্ধান্তের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ‘আওয়ামী দুঃশাসনে ক্ষতিগ্রস্থ প্রবাসী পরিবার’ ২৪’ এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়”।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, “আগামীতে প্রবাসীদের বিদেশে চাকুরীর জন্য রিক্রুটিং এজেন্সি কর্তৃক অতিরিক্ত টাকা আদায় ও বাংলাদেশে এয়ারপোর্টগুলোতে দ্রুত রেমিট্যান্স যোদ্ধা এবং যাত্রী হয়রানী রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি প্রবাশে অবস্থিত বাংলাদেশের এম্বাসির কর্মকর্তারা পাসপোর্ট নবায়ন জটিলতাসহ রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের নানান সমস্যা সমাধানে আন্তরিক হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন”।
বার্তা প্রেরক
হেলাল উদ্দিন ভূঁইয়া
সাধারণ-সম্পাদক