আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি সকালে হাজারীবাগ ঝাউতলা শেরে বাংলা পথকলি স্কুলে আলোচনা সভা ও শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুল কমিটির সভাপতি আর কে রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাহানারা ইমাম মানবিক সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার জাহানারা ইমাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) সভাপতি সালাম মাহমুদ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। এসময় স্কুল কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জুনায়েদ হোসেন, হাসিবুর রহমান তোতা, স্কুলের প্রধান শিক্ষক শান্তনা ইসলাম। প্রধান অতিথি ব্যারিস্টার জাহানারা ইমাম সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের উন্নত লেখা-পড়ার জন্য সার্বিকভাবে এগিয়ে আসেন। স্কুলের ফ্যান, লাইট, বোর্ড সহ প্রয়োজনীয জিনিসপত্র প্রদান করেন। এছাড়াও তিনি ঈদের আগে শিশুদের সাথে ঈদ উৎসব পালন করবেন বলে ঘোষণা দেন।
স্কুল কমিটি ব্যারস্টার জাহানারা ইমামকে স্কুলের সম্মানিত উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন। এসময় সুবিধাবঞ্চিত শিশুরা কবিতা, ছড়া পড়ে প্রধান অতিথিকে আনন্দ দেন। অনুষ্ঠান শেষে ভাষাসৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরে বাংলা পথকলি স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।