ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ
মাদারীপুর প্রতিনিধিঃ
ডাসার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। এডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ, সরকারি সহকারী কৌসুলি (এ জি পি) জজ কোর্ট, মাদারীপুর। ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা, মহানগর ল’’ কলেজের সাবেক আইনছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক, ২০০২ সাল হইতে ঢাকা কোর্টের আওয়ামী আইনজীবী পরিযদের সদস্য, ২০০৪ সাল হতে অদ্য পর্যন্ত সাবেক আওয়ামী আইনজীবী বর্তমানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মাদারীপুর জেলা শাখার সদস্য, সাবেক কালকিনি উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।
মাদারীপুর জজ কোর্টে আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল থেকে দুই বাব এক্সিকটিভ মেম্বার নির্বাচিত হয়েছি, দুই বার আওয়ামী প্যানেল থেকে ট্রেজারি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। এডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ বলেন, আসছে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি ডাসার উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন ক্রয় করব। মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে দলীয় লোকজন সাথে নিয়ে নির্বাচন করব। আমি একশ পার্সেন্ট নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিলে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করব। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক।