শেখ হাসিনা মডেল মহাবিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেছা টেকনিক্যাল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শেখ হাসিনা মডেল মহাবিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেছা টেকনিক্যাল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার পাথরডুবি ইউনিয়নের পাথরডুবি গ্রামে কলেজ দুটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, জমিদাতা এসএম শফিকুল গণি, পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সেলিম মাহমুদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি, সম্পদ ইউনিয়ন আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আমার গ্রাম আমার শহর নামের একটি সংগঠন প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে বলে জানাগেছে।