উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে
হতদরিদ্র অপুষ্ট শিশুদের পুষ্টি মান উন্নয়ন ও গৃহস্থালি আয়ের উৎস সৃষ্টির উদ্দেশ্য শিশুর মা ও তার যত্নকারীদের হাঁস পালনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
১০ ফেব্রুয়ারী হইতে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এ উপলক্ষে উজিরপুর উপজেলার হারতা, সাতলা, জল্লা, শিকারপুর ইউনিয়ন ও উজিরপুর পৌরসভার মোট ১৩৭ জন সুবিধা ভুগীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন উজিরপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মো. গোলাম মওলা, উপ-সহকারী মনিরুল ইসলাম, প্রাণী সম্পদ অফিস সহকারী মো. গিয়াস উদ্দিন, এ সময় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার সিডিও পল্লব জয়ধর, এ্যানি মিতা বৈরাগী, সিনথিয়া তন্বী এবং জেমস সানি বৈরাগী।