মোঃ আব্দুল কুদ্দুস, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় ইউসুব আলী (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ৩টার দিকে বগুড়া নগরবাড়ির মহাসড়কের তালগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুব আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান গ্রামের রাজা শেখের ছেলে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার রোকনুজ্জামান বলেন, দুপুরে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলন করে একটি ট্যাংকলরী বগুড়ার দিকে যাচ্ছিলো। ট্যাংকলরীটি শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় পৌছে বিপরীতমুখী একটি নসিমনকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমন চালক ইউসুব আলী নিহত হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করি।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন, এবং হাটি কুমরুল হাইওয়ে থানার এসআই কিশোর কুমার ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হাইওয়ে পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।