উজিরপুর বরিশাল প্রতিনিধ:
বরিশাল জেলার উজিরপুর উপজেলা ও গৌরনদী উপজেলাসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব নিয়েছেন আব্দুল আজিজ ফাউন্ডেশন। একই সাথে উজিরপুর উপজেলার খোলনা, হস্তিশুন্ড, মোরা কাঠি, বামরাইল গ্রামের দরিদ্রদের চিকিৎসা সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি।
বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজের পারিবারের সদস্যদের উদ্যোগে ২০২১ সালে খোলনা নূরানী মাদ্রাসা এলাকায় আব্দুল আজিজ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির একটি অরাজনৈতিক ও সমাজ-সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন।
এ সংগঠনের মূলমন্ত্র চিকিৎসা ও শিক্ষা মুলক কর্মকান্ড। তারই ধারাবাহিকতায় আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ইতিমধ্যে হস্তিশুন্ড মোড়াকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ও বাটাজোড় অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় ৩৭ জন হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সম্পূর্ণ ব্যয় বহন করা হয়েছে ও করছে। আব্দুল আজিজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল হুদা ফিরোজ বলেন, প্রতিষ্ঠানটিতে আমাদের পরিবারের ২৬ জন সদস্য রয়েছেন সম্পূর্ণ তাদের নিজস্ব অর্থায়নে শিক্ষা ও চিকিৎসার ব্যয় নির্বাহ করা হয়। এবং প্রতিষ্ঠানটির নামে জমি ওয়াকফা করে দেওয়া হয়েছে। আশা করি বংশ পরাক্রম ভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। ভবিষ্যতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামগুলিতে আমাদের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। আব্দুল আজিজ ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ রিপন,জানান প্রতিষ্ঠানটি শুধুমাত্র মানবতার সেবায় নিয়োজিত, ভবিষ্যতে উপজেলা ভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে চাই।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডঃ আবু বক্কর আকন বলেন, প্রত্যেকটা সচ্ছল পরিবার এভাবে এগিয়ে আসলে সমাজের চিত্রই পাল্টে যাবে।
স্থানীয়রা জান এ ফাউন্ডেশনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কে ক্রিয়া সামগ্রী ও বিভিন্ন স্পোর্টসের শিক্ষার্থীদের উপহার দিয়ে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন। আব্দুল আজিজ ফাউন্ডেশন এমন আয়োজনেকে শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার সর্বস্তরের মানুষ এ প্রতিষ্ঠানটিকে সাদুবাদ জানিয়েছেন।