গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আল-মামুন হত্যা মামলায় নির্দোষ বিএনপি নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ১৬ই ফেব্রুয়ারী রবিবার সকাল ১১টায় আবু হোসেন সুপার মার্কেট সংলগ্ন জাতীয়তাবাদী দল বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল এর সভাপতিত্বে সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম মিয়া তার লিখিত বক্তব্যে জানান, গত ১৩ই ফেব্রুয়ারী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট জামদানী মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আল-মামুন হত্যায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে এই হত্যায় ১৪ই ফেব্রুয়ারী সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের হয়।
উল্লেখ্য এ হত্যার ঘটনা জড়িত না থাকলেও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য নির্দোষ ধাপেরহাট ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া,ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি শহিদুল ইসলাম শিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক জাহিদ হাসান সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধাপেরহাট ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড শাখার সদস্য আনজু মিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়।
এই হত্যার ঘটনায় কয়েকটি সিসি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে অভিযুক্তদের দেখা গিয়েছে বলে উল্লেখ করা হয়। তাই সিসিটিভি ফুটেজ দেখে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের সনাক্ত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি’র নেতারা।