শিরোনাম
বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «   

রাস্তা বন্ধ করে জনসমাবেশ, বিমান প্রতিমন্ত্রীকে শোকজ

 
হবিগঞ্জ প্রতিনিধি :
রাস্তা বন্ধ করে নির্বাচনী জনসমাবেশ করায় হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে স্ব-উদ্যোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। মঙ্গলবার ওই আসনের নির্বাচনী অনুষ্ঠান কমিটি ও সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল এ নোটিশ প্রদান করেন।
নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী অনুসন্ধান কমিটির নিয়মিত কাজের অংশ হিসেবে হবিগঞ্জ-৪ নির্বাচনী এলাকা পরিদর্শনকালে দেখতে পান, মঙ্গলবার (২ জানুয়ারী) বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহবুব আলী চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে রাস্তার উপর এক নির্বাচনী জনসমাবেশ করেন। এসময় বাজারের পূবালী ব্যাংকের শাখার সামনের মোড় হতে মুক্তিযোদ্ধা চত্ত্বর পর্যন্ত পুরো রাস্তা বন্ধ করে দেয়া হয়। ফলে রাস্তা দখল করে অনুষ্ঠিত জনসমাবেশ দ্বারা সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে চুনারুঘাট হতে আসামপাড়া হয়ে বাল্লা স্থলবন্দরগামী এবং চুনারুঘাট হতে জগদীশপুরগামী যানবাহন ও চলাচল জনসমাবেশ চলাকালীন পুরো সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এরূপ কাজ ও প্রতিবন্ধকতা দ্বারা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (ঘ) ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রতীয়মান হয়েছে।
নোটিশে আগামী ৫ জানুয়ারির মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে নিজে বা প্রতিনিধির মাধ্যমে আচরণবিধি লংঘনের বিষয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * জনসমাবেশ * বিমান প্রতিমন্ত্রীকে শোকজ
সাম্প্রতিক সংবাদ