বীর মুক্তিযোদ্ধার বসত ঘরের তালা ভেঙ্গে রাতের আধারে দখলের অভিযোগ
আগৈরঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে মৃত বীর মুক্তিযোদ্ধার ফ্রান্সিস বিনয় হাজরা বসত ঘরের তালা ভেঙ্গে ৩০ ডিসেম্বর রাতের আধারে দখলের অভিযোগ পাওয়া গেছে তার ভাই সমির হাজরা ও ভাতিজা সুব্রত হাজরার বিরুদ্ধে। মুক্তিযোদ্ধার স্ত্রী মনিকা সরকার ঘরে ঢুকতে না পেরে তিন দিন ধরে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। এঘটনায় আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মুক্তিযোদ্ধার স্ত্রী মনিকা সরকার।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফ্রান্সিস বিনয় হাজরা তিনি এক বছর পূর্বে মারা যান। মুক্তিযোদ্ধার ফ্রান্সিস বিনয় হাজরার উত্তোলনকৃত ঘরের মাঝে দেয়াল দিয়ে তার ভাই সমির হাজরা এবং তার ছেলে-মেয়ে নিয়ে একই ঘরে বসবাস করে আসছিলো দীর্ঘদিন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পরেও তার স্ত্রী মনিকা সরকার একই ঘরে বসবাস করে আসতেছিলো। কিছুদিন পূর্বে মনিকা সরকারের বড়বোন তার কাছে বেড়াতে আসলে সে অসুস্থ হয়ে পরলে মনিকার কক্ষে তালা দিয়ে বোনকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। এই সুযোগে সমির হাজরা ও তার ছেলে সুব্রত হাজরার নেতৃত্বে গত ৩০ ডিসেম্বর রাতে ঘরের তালা ভেঙ্গে মনিকার কক্ষ দখল করে নিয়ে ভিতর থেকে দরজা লককরে রেখেছে। মনিকা এই সংবাদ শুনে ঢাকা থেকে ৩১ ডিসেম্বর বাড়ী এসে তার কক্ষে ঢুকতে চাইলে দেবর সমির হাজরা ও ছেলে সুব্রত হাজরাসহ তাদের পরিবারের লোকজন তাকে ঘওে ঢুকতে দেয় না। ঘরে ঢুকতে না মুক্তিযোদ্ধার ফ্রান্সিস বিনয় হাজরার স্ত্রী মনিকা সরকার দুই দিন ধরে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। মুক্তিযোদ্ধা ফ্রান্সিস বিনয় হাজরার স্ত্রী মনিকা সরকার স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের জানিয়ে কোন প্রতিকার না পেয়ে মনিকা সরকার গতকাল সোমবার ১ জানুয়ারী সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে স্থানীয় ইউরিয়ন পরিষদ সদস্য কমল বিশ্বাস, হাসি হাজরা, দিলিপ হাজরা সাংবাদিকদেও জানায়, ওই ঘর মুক্তিযোদ্ধা ফ্রান্সিস বিনয় হাজরা তৈরিকরেছে। বিনয় ও সমির তার দুই ভাইয়ে মিলে ঘরে মাঝে দেয়াল দিয়ে উভয় পক্ষ বসবাস করে আসছিলো। মুক্তিযোদ্ধা ফ্রান্সিস বিনয় হাজরার মৃত্যুর পরেও তার স্ত্রী মনিকা সরকার ওই ঘরে বসবাস করে আসছে। কিন্তু মনিকা ঢাকা গেলে তার ঘওে তালা ভেঙ্গে দখল করে নেয় সমির ও তার লোকজন। মুক্তিযোদ্ধা ফ্রান্সিস বিনয় হাজরার স্ত্রী মনিকা সরকার বলেন, আমি আমার অসুস্থ বোনকে নিয়ে চিকিৎসা জন্য ঢাকায় যাই। আমি যাবার সময় ঘরের আলমীরায় আমার ও বোনের পাঁচ ভরী স্বনালঙ্কার, একটি আইফোন মোবাইল, নগদ ৫০ হাজারা টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র ও জামাকাপড় রেখে যাই। আমি ঢাকা যাবার সুযোগে আমার ঘরের দরজার তালা ভেঙ্গে দখল করে নেয়। আসি খবর পেয়ে বাড়ী আসলে আমার দেবর সমির ও সুব্রত আমাকে ঘওে ঢুকতে দেয়না। আমার জিনিসপত্র কি অবস্থা আছে তাও দেখতে পাইনি। আমি বিষয়টি এলাকার গন্যমাণ্য ব্যক্তিদেরও জানালে কোন সুফল না পেয়ে থানায় লিখিত দিয়েছি।
এবিষয়ে অভিযুক্ত সমির হাজরা ও সুব্রত হাজরা বলেন, ঘর আমাদেও টাকায় তৈরি করা। মুক্তিযোদ্ধা ফ্রান্সিস বিনয় হাজরার কিছু টাকা দিয়েছিলো। মনিকাওে অনেকবার ঘর ছেড়েদিতে বলেছি। সে ঘর নাছাড়াতে আমরা দরজার তালা ভেঙ্গে দখল করে নিয়েছি। মালামালে কথা জানতে চাইলে বলেন, পওে তার মালামাল দিয়ে দেওয়া হবে। এ বিষয়ে আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগপেয়ে ১জানুয়ারী ঘটনাস্থলেগিয়ে তদন্তকরেছি। উভয় পক্ষকে থানায় আসতে বলেছি। তারা মিমাংসা না হতে পারলে অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে আদালতে পাঠাবো আদালত বিচার করবে।