শিরোনাম
দেশে ফিরেছেন, সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন   » «    বাসের ঢাক্কায় একই পরিবারের ৪ জন নিহতের দাফন সম্পন্ন   » «    ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন কর্তৃক প্রচারিত খবরের প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর   » «    সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম হয়ে ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন বালি   » «    গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আযমী’র বরখাস্ত আদেশ বাতিল   » «   

লালমনিরহাটে নৌকা প্রতীকে আগুন

 লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় টাঙ্গানো নৌকা নামিয়ে আগুন দিয়েছে দৃবৃত্তরা। শনিবার ভোরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলিজা বেগম বলেন, জামায়াত বিএনপির দোষর যারা আমাদের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়েছে তারাই স্বাধীনতা, গরীব, দু:খী ও মেহনতি মানুষের মার্কা নৌকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবীও করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামান করছি। হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম, এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আগুন
সাম্প্রতিক সংবাদ