ভূরুঙ্গামারীতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্য রাতে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের কুখ্যাত মাদক কারবারি ফরিদুল ইসলাম (২১) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক ফরিদুল ওই গ্রামের কাবিল খাঁন এর ছেলে।
পুলিশ জানায়, ফরিদুল ইসলাম দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভীত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসে। শনিবার তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।