মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়াধীন শশীদল সেনার বাজার এলাকার পুকুরে কুড়িয়ে পাওয়া মর্টার শেলটি ধ্বংস করে সেনাবাহিনী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সেনের বাজার এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কের পূর্ব পাশে পরিত্যক্ত স্থানে পড়ে থাকা ট্যাঙ্ক বিধ্বংসী শক্তিশালী মর্টারশেলটি শনিবার বেলা ১২টায় ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমের সদস্যরা।
স্থানীয় সূত্র জানায়, মর্টারশেলটি দেখতে শনিবার সকালে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমের সাথে যোগাযোগ করলে বেলা কুমিল্লা ক্যান্টারম্যান সেনানিবাসের একদল সেনা সদস্য ঘটনাস্থলে পৌঁছেন। তারা উৎসুক জনতাকে সেখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন। এরপর সেখানে আসেন মেজর নাজমুস শাকিবা এষা ও ক্যাপটেন মাশরুর আবিদ এর নেতৃত্বে বোম ডিসপোজাল টিম। এ ছাড়াও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।