মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:
আমি প্রচলিত রাজনীতিতে বিশ্বাসী নয়, আমি জনগণের পরিবর্তনে বিশ্বাসী এবং আমি জনগণের প্রত্যাশা পূরণে বিশ্বাসী। আমরা গত একদশক ধরে জনগণের মৌলিক অধিকার ও প্রত্যাশা পূরণে কাজ করছি। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে মানুষ এমন একটা সমর্থন দিবে এবং এমন একটা পরিবর্তন করবে, যেন – (চাটখিল-সোনাইমুড়ী) আসনে মডেল উপজেলা হিসেবে রুপান্তর করতে পারি – এমন মন্তব্য করেছেন নোয়াখালী -১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী জহীরুল ইসলাম জহির (সিআইপি)।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ও ইয়াছি বাজারে ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন। আগামী নির্বাচনে জনগণের সহযোগিতা ও রায় প্রত্যাশা করেন। তিনি ও মানুষের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

