দিনাজপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জেলার বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন ও অস্থায়ী ক্যাম্প স্থাপনের অংশ হিসেবে বাহিনীটি মহড়া প্রদর্শনের পাশাপাশি সংবাদ সম্মেলন করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুর শহরের পুলহাট এলাকার কে বি এম মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠে বিজিবির একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।
এ উপলক্ষে মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী নিরাপত্তা বিষয়ক একটি বিশেষ মহড়া। মহড়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, টহল কার্যক্রম, সন্দেহভাজন পরিস্থিতি মোকাবিলা এবং জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়ার প্রস্তুতি তুলে ধরা হয়।
মহড়া শেষে ৪২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল হাসান মইন।
তিনি জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে বিজিবি মোতায়েন করা হয়েছে। ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধীনে মোট ৩৭টি প্লাটুন, যার মধ্যে ১৯টি প্লাটুন সরাসরি মাঠে কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮৪৪টি ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এর মধ্যে কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ায় সেগুলোর ওপর বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
নির্বাচনকালীন সময়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
সীমান্তবর্তী জেলা হওয়ায় দিনাজপুরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে বিজিবি কমান্ডার বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মাঠে থাকবে। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য।

