আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
নির্বাচন নিয়ে দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু দেশের জনগণ নির্বাচন বানচাল করতে দেবে না। কারণ ১৫ বছর পর এই প্রথম মানুষ মুক্ত মনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি’র প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মুশফিকুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের খড়মপুর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বর্তমানে দেশে সাড়ে চার কোটি যুবক ভোটার রয়েছে। যুবকদের সমস্যা দূর করতে পারলে দেশের উন্নয়ন হবে। গত ১৬ বছর দেশে দুর্নীতি ও মাদক ভরে গেছে। আমাদের বড় শত্রু হলো মাদক।এই মাদক ওচোরাচালনেরবিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় তিনি যুবকদের সম্পৃক্ত করে মাদকমুক্ত উন্নত কসবা-আখাউড়া গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

