আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গ্রাফিতি ও বিদ্রোহী দেয়াল অঙ্কন করা হয়, সার্বিক সহযোগিতা করেন পবিপ্রবির শাখা ছাত্রশিবির।
টানা তিন দিনের প্রচেষ্টায় বুধবার ( ২৮ জানুয়ারি) মধ্যে রাতে গ্রাফিতির কাজ শেষ করা হয়। এর আগে রবিবার (২৫ জানুয়ারি ) সকাল থেকে শুরু হয়েছে এ কর্মসূচি।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের দেয়ালে শহীদ শরীফ ওসমান বিন হাদীর গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। গ্রাফিতির পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লেখেন। স্লোগানগুলোতে লেখা হয়— ‘Justice for Hadi’, আমি চির বিদ্রোহী বীর – বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি একা… চির উন্নত শির!, দিল্লি না ঢাকা – ঢাকা ঢাকা, জন্মভূমি অথবা মুত্যু।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওহিদুজ্জামান শাওন বলেন, “শহীদ উসমান হাদি দেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইনসাফের রাজনীতি বাস্তবায়ন করতে চেয়েছেন। দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা তাকে খুন করে স্বাধীনতা-সার্বভৌমত্বে আঘাত করেছে। কিন্তু হাদীকে শহীদ করে তার বিপ্লবকে থামিয়ে দিতে পারেনি। শহীদ হাদীর বিপ্লবী আদর্শ দেশের প্রত্যেকটি প্রান্তরে পৌঁছে গেছে। হাদীর ইনসাফের রাজনীতি পবিপ্রবি ক্যাম্পাসে ছড়িয়ে দিতেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সহযোগিতায় গ্রাফিতিগুলো অঙ্কন করেছি।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে আহত হলে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরে এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার লক্ষ্যে ১৬ ডিসেম্বর সরকারের উদ্যোগে তাঁকে সিঙ্গাপুর নেয়া হয়। দুইদিন সেখানে চিকিৎসা নিয়ে অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পবিপ্রবির ইসলামি ছাত্রশিবিরের সভাপতি জান্নাতিন নাঈম জীবন বলেন, “শহীদ ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম নেতা ও অগ্রনায়ক। ওসমান হাদি ইনসাফের লড়াইয়ে নিজের জীবন দিয়ে ন্যায়ও ইনসাফের প্রতীক হিসাবে বাংলার মানুষের বুকে অমর হয়েছেন,বাংলাদেশের নতুন ধারা প্রতিষ্ঠার সূচনা করে গেছেন, শহীদ ওসমান হাদীর স্মরণে পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এবং পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের অর্থায়নে টিএসসির দেয়ালে গ্রাফিতে অঙ্কন করছি যাতে শহীদ ওসমান হাদির মতো ইনসাফের লড়াইয়ে শিক্ষার্থীরা অগ্রগামী হয়।

