স্টাফ রিপোর্টার:
১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। হাটবাজার, গ্রামগঞ্জে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্ত ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশায় মুখিয়ে আছেন ভোটাররা। ঠিক এমন সময়ই ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে দেখা এক ব্যতিক্রমী নির্বাচনী দৃশ্যের।
ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ তার ৯ ভাই ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে মাঠে নেমে তৈরি করেছেন নতুন আলোচনার জন্ম। মুজাহিদ বেগ একজন সফল স্থপতি হিসেবে সুপরিচিত। পেশাগত সাফল্যের পাশাপাশি সামাজিক ও ক্রীড়াঙ্গনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি আনোয়ারা-সামাদ বেগ ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। ক্রীড়ানুরাগী হিসেবেও তার পরিচিতি রয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনূর্ধ্ব-১৭ জাতীয় লিগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী প্রচারে তার সঙ্গে রয়েছেন বড় ভাই মো. শামসুল হক বেগ, স্থপতি মো. মুজিবুর রহমান বেগ, প্রকৌশলী মোহাম্মদ জাফর বেগ, ব্যবসায়ী মহব্বত জান বেগ, মো. ইলিয়াস বেগ, মো. জাহিদ হাসান বেগ, কনিষ্ঠ ভাই খ্যাতনামা ওরাল সার্জন ডা. রফিকুল সালেহীন বেগসহ পরিবারের অন্য সদস্যরা। তারা একসঙ্গে গ্রাম থেকে গ্রামে, হাট-বাজারে ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।
স্থানীয় ভোটাররা জানান, সচরাচর কোনো প্রার্থীর পক্ষে পুরো পরিবারকে এভাবে মাঠে নামতে দেখা যায় না। শিক্ষিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত একটি পরিবারের এই ঐক্যবদ্ধ উপস্থিতি নির্বাচনী পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকেই।
নিজের প্রচার প্রসঙ্গে মুজাহিদ বেগ বলেন, ‘আমার সবচেয়ে বড় শক্তি এই এলাকার সাধারণ মানুষ। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে এগিয়ে চলার সাহস জোগায়। পাশাপাশি আমার পুরো পরিবার পাশে রয়েছে। আমরা একসঙ্গে এই জনপদকে আধুনিক, মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।’
স্থানীয়রা বলছেন, ফরিদপুর-৪ আসনে মুজাহিদ বেগের পরিবারভিত্তিক এই ঐক্যবদ্ধ প্রচার স্থানীয় রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ব্যতিক্রমী উদ্যোগ শেষ পর্যন্ত ভোটারদের কতটা প্রভাবিত করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

