পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সমিতির উপদেষ্টা আলহাজ্ব কাজী আজিজুল করিম।
শপথ গ্রহণ করেন পুনরায় নির্বাচিত সভাপতি জিএম শুকুরুজ্জামান, সহ সভাপতি সোহেল রাশেদ জনি, সম্পাদক আলহাজ্ব শেখ ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, ৮ পরিচালক যথাক্রমে শাহীন গাজী, মনিরুল ইসলাম, মোশাররফ হোসেন, নুরু গাজী, রাজীব কুমার মন্ডল, সেলিম শাহরিয়ার, রাব্বু ইসলাম দিপু ও সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলাম বজলু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক তোরাব আলী। উপস্থিত ছিলেন ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবুরাম মন্ডল, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আনোয়ার হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ব্যবসায়ী আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, সাবেক ব্যাংকার আব্দুল করিম, ব্যবসায়ী রামপ্রসাদ মন্ডল, নাসির উদ্দীন, শংকর দত্ত, শুভঙ্কর শীল, হাফেজ হুমায়ুন কবির ও পুরোহিত স্বপন চক্রবর্তী।
উল্লেখ্য গত পহেলা ফেব্রুয়ারি অত্র সমিতির ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১২ টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
শাহরিয়ার কবির