Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২২ বছর পর রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৩ pm ২৮, জানুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তার এই সফর ঘিরে রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন পর দলীয় প্রধানের সরাসরি উপস্থিতি রাজশাহীর রাজনৈতিক মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

দলীয় সূত্র জানায়, রাজশাহী জেলার ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ জনগণও এই জনসভায় অংশ নেবেন। আয়োজকদের লক্ষ্য অনুযায়ী, সমাবেশে তিন লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা দলে দলে সভাস্থলে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

স্থানীয় বিএনপির এক নেতা জানান, রাজশাহী বিভাগের তিনটি জেলার নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত থাকবেন। পাশাপাশি সাধারণ মানুষও তারেক রহমানকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার ভাষায়, এই সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও আলাদা উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

একজন সমর্থক বলেন, ‘আমরা যখন ২৯ তারিখের সফরের কথা মানুষের কাছে জানাতে গিয়েছি, তখন দেখেছি সাধারণ মানুষের মাঝেও কৌতূহল আর আগ্রহ রয়েছে। অনেকেই বলছেন, অন্তত এক পলক হলেও তাকে দেখতে যাবেন।’

সমাবেশকে ঘিরে ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কাজ জোরদার করা হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতারা নিয়মিতভাবে সভাস্থল পরিদর্শন করছেন এবং প্রস্তুতি তদারকি করছেন। আয়োজকরা বলছেন, জনসভা সফল করতে কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না।

রাজশাহী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, ‘নাটোর, রাজশাহী মহানগর, রাজশাহী জেলা ও চাঁপাইনবাবগঞ্জের এমপি প্রার্থী এবং নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে—দীর্ঘ সময় পর তারেক রহমানের আগমনকে জনগণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে।’

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘ধানের শীষের প্রার্থীর জন্য তিনি আসছেন, জনগণের জন্য তিনি আসছেন। আমাদের বিশ্বাস, তার এই সফরের মাধ্যমে রাজশাহীতে বিএনপির ভোটব্যাংক আগের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পাবে।’

আয়োজকদের প্রত্যাশা, বিএনপি চেয়ারম্যানের জনসভা রাজশাহীতে এক বিশাল জনসমুদ্রে পরিণত হবে। রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের পাশাপাশি আশপাশের তিন জেলার নেতাকর্মীদের নিয়েও একাধিক প্রস্তুতি সভা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আগামী ২৯ তারিখে রাজশাহীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে। আমাদের বিশ্বাস, তারেক রহমানের এই জনসভা বিএনপির ১৭ বছরের ইতিহাসে সর্ববৃহৎ জনসমাবেশে পরিণত হবে, ইনশাল্লাহ।’

উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালে বিএনপির নেতাকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম উপলক্ষে রাজশাহী সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তার এই সফরকে রাজশাহীর রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Tags: তারেক রহমানবিএনপি চেয়ারম্যানরাজশাহী সফর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাণীশংকৈলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা, ফুল থেকে মধু সংগ্রহে মৌ চাষীরা
  • বাউফল ২ টি দোকান আগুনে পুড়ে ছাই
  • বৃহস্পতিবার রাজধানীসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি
  • যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১৪ অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জনের মৃত্যু
  • পাবনা-২ আসনে এনসিপির হ্যাঁ ভোটের অ্যাম্বাসেডর হলেন মুহাম্মাদ আসাদুল্লাহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম