ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর বলেছেন, মেধা ও সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়। গত ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আট শতাধিক চলচ্চিত্রের এই দাপুটে অভিনেতা জানান, বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব থাকা সত্ত্বেও আগে কখনো কোনো শোরুম উদ্বোধনে তাকে দেখা যায়নি। তবে ব্র্যান্ডের সততা ও বিশ্বাসযোগ্যতা যাচাই করে এবারই প্রথম একটি সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনে অংশ নিলেন তিনি। বর্তমান সময়ের ট্রেন্ড অনুযায়ী শাকিব খান, অপু বিশ্বাস বা শবনম বুবলীর মতো তারকারা নিয়মিত ব্র্যান্ড প্রমোশন করলেও, মিশা সওদাগর এক্ষেত্রে নিজের স্বকীয়তা ও বাছবিচারের বিষয়টি স্পষ্ট করেন।
অনুষ্ঠানে বিনোদনের পাশাপাশি দেশের ক্রিকেট নিয়েও কথা বলেন মিশা। জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে বিসিবির ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন:
“সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল। রাজনৈতিক নানা ইস্যু থাকতে পারে, কিন্তু যাদের মেধা আছে, তারাই জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট আর রাজনীতিকে এক করা যায় না।”
রাজনীতির প্রভাব যেন শিল্প-সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মিশা সওদাগর মন্তব্য করেন যে, সংস্কৃতিকে রাজনীতির মোড়কে বন্দি করলে দীর্ঘমেয়াদে দেশের শিল্প অঙ্গনই পিছিয়ে পড়বে।

