ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের পক্ষে একটি নির্বাচনি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ১০ দলীয় জোটের আয়োজনে শোভাযাত্রাটি নীলফামারী জেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ ঘুরে শেষ হয়।
আয়োজকদের দাবি, জেলা সদর উপজেলা থেকে জামায়াত সমর্থিত প্রায় ২০ হাজার নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি জামায়াতের মিত্র রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রার্থীর পক্ষে জনসমর্থন আহ্বান জানান এবং নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, নীলফামারী সদর আসনে পরিবর্তনের পক্ষে জনমত তৈরি হয়েছে এবং আসন্ন নির্বাচনে ভোটাররা তাদের প্রার্থীকে সমর্থন দেবেন বলে তারা বিশ্বাস করেন।
স্থানীয়দের মতে, ১৯৯১ সালের পর দীর্ঘ প্রায় ৩৫ বছরের মধ্যে এই প্রথম নীলফামারী জেলায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এত বড় পরিসরে প্রকাশ্য নির্বাচনি শোভাযাত্রা অনুষ্ঠিত হলো।

