নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে একের পর এক জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে লাল–সবুজের প্রতিনিধিরা। মাঠের এই সাফল্যের সরাসরি প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়েও।
ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা ওপেনার শারমিন আক্তার সুপ্তা ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে তিনি ২২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৫ নম্বরে। চলমান বাছাইপর্বে চার ইনিংসে মোট ১৫৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন এই ডানহাতি ব্যাটার। বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে তার দুটি ফিফটি দলের জয়ে বড় ভূমিকা রেখেছে।
ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে সোবহানা মোস্তারিরও। তিনি ১১ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৫২ নম্বরে। যদিও বড় কোনো ইনিংস খেলতে পারেননি, তবে বাছাইপর্বের চার ম্যাচেই সেট হয়ে রান করেছেন তিনি। নিয়মিত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই র্যাঙ্কিংয়ে এই অগ্রগতি এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বোলিং র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। লেগ স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। বাছাইপর্বের চার ম্যাচে ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভাঙতে বড় ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া আরেক স্পিনার ফাহিমা খাতুন ছয় ধাপ উন্নতি করে এখন ৩০ নম্বরে অবস্থান করছেন।
ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে একাধিক খেলোয়াড়ের উন্নতি হলেও দলগতভাবে আগের অবস্থানেই রয়েছে বাংলাদেশ নারী দল। আইসিসি নারী টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখনো ১০ নম্বরে। এই তালিকায় বাংলাদেশের ঠিক এক ধাপ ওপরে রয়েছে আয়ারল্যান্ড। যদিও পয়েন্টের হিসাবে আইরিশদের চেয়ে বাংলাদেশ প্রায় দেড় হাজার পয়েন্ট পিছিয়ে, তবে রেটিং ব্যবধান মাত্র ৪—যা ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা জিইয়ে রাখছে।

