মোঃ আফজাল হোসেন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় সুরমা নদীর একটি নিরিবিলি অংশে রাতের আঁধারে চলছে অবৈধ বালু উত্তোলন। ব্রাহ্মণগাঁও মাছের অভয়াশ্রম এলাকায় প্রভাবশালী একটি সিন্ডিকেট চক্র বেশ কিছুদিন ধরে এই বালু লুট কার্যক্রম চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ও দূরন্ধর এই চক্রটি নদীর বিভিন্ন পয়েন্টে পাহারা বসিয়ে নির্বিঘ্নে বালু উত্তোলন করছে। উত্তোলিত বালু বিক্রি করে তারা অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে একদিকে যেমন নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, অন্যদিকে হুমকির মুখে পড়েছে মাছের অভয়াশ্রম।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বালু লুটের সত্যতা পাওয়া গেছে। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে এই বালু চোরাই সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে পরিবেশগত ক্ষতির পাশাপাশি নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য চরম ঝুঁকিতে পড়বে।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আবু বাসার মোহাম্মদ জাকির হোসেন (পিপিএম) বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে এবং সুরমা নদী ও মাছের অভয়াশ্রম রক্ষা পাবে৷

