সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ছাত্রদলের সহ-সভাপতি রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আখিল আহমেদের বিরুদ্ধে ক্যাম্পাস সাংবাদিকের পড়ে যাওয়া মানিব্যাগ বাজেয়াপ্ত করার অভিযোগ উঠেছে। হলের সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার সত্যতা পাওয়া যায়।
সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি সুজন চন্দ্র দাশ গত ২৫ জানুয়ারি জননেতা আব্দুল মান্নান হলের ডাইনিংয়ে খাবার খেতে গেলে অসাবধানতাবশত তার মানিব্যাগটি পকেট থেকে পড়ে যায়। পরে তিনি মানিব্যাগটি খুঁজে না পেয়ে আশপাশের শিক্ষার্থীদের জিজ্ঞাসা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের সহসভাপতি মো. আখিল আহমেদের কাছে মানিব্যাগটির বিষয়ে জানতে চাইলে তিনি তা পাওয়ার কথা অস্বীকার করেন। পরবর্তীতে ২৭ জানুয়ারি হল কর্তৃপক্ষের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, মো. আখিল আহমেদ মানিব্যাগটি তুলে নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর চাপ প্রয়োগ করলে তিনি মানিব্যাগটি ফেরত দেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত মো. আখিল আহমেদ বলেন, আমি মানিব্যাগ কুড়িয়ে পেয়েছি পরে ভাইকে আর দেই নাই। একদিন পরে দিয়েছি।

