সাজেদুল ইসলাম ,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুমতি ছাড়া গোপনে কথোপকথন রেকর্ড করার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরের বিরুদ্ধে।
রবিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে ইউএনওর কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি টের পাওয়ার পর ইউএনও তাৎক্ষণিকভাবে রেকর্ডিং বন্ধ করান। পরবর্তীতে লিখিত মুচলেকা গ্রহণের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান জানান, কক্ষে প্রবেশের পর অনুমতি ছাড়াই মনোয়ার হোসেন তার সঙ্গে হওয়া কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করছিলেন। বিষয়টি জানতে চাইলে তিনি তা স্বীকার করেন এবং নির্বাচনী আচরণবিধি মনে থাকবে না- এই যুক্তিতে রেকর্ডিং করার কথা জানান। পরে তিনি এ ধরনের কর্মকাণ্ড আর করবেন না বলে মুচলেকা দেন।
ইউএনও আরও জানান, সরকারি দপ্তরে অনুমতি ছাড়া অডিও বা ভিডিও রেকর্ড করা আইন ও আচরণবিধির পরিপন্থী। বিশেষ করে গোপনে কথোপকথন রেকর্ড করাকে অসদাচরণ হিসেবে ধরা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাওলানা মনোয়ার হোসেন সাগরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাতে সরাসরি সাক্ষাতের কথা বলে ফোন কেটে দেন।

