সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কুলাউড়ার একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ম্যান্ডেলা বলেন,গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে শুধু নিজ ইউনিয়ন নয়,পুরো কুলাউড়ার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। পরে চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করে তিনি সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন,উন্নয়নবঞ্চিত কুলাউড়ার মানুষের বৃহৎ পরিসরে সেবা করার লক্ষ্যেই আসন্ন সংসদ নির্বাচনে ‘ঘোড়া’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে সর্বোচ্চ দিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
ম্যান্ডেলা আরও বলেন,নির্বাচিত হলে কুলাউড়ায় মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। এসব অপরাধ দমনে তিনি কঠোরভাবে কাজ করবেন। দীর্ঘদিন চা-বাগানে চাকরির অভিজ্ঞতার কারণে চা শিল্পের সমস্যা ও সম্ভাবনা এবং শ্রমিকদের অধিকার সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। চা-শ্রমিকদের উন্নয়নে অতীতেও তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বলে জানান।
ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সঙ্গে তার সুসম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন,তাদের সব সমস্যা সমাধানে আন্তরিকভাবে পাশে থাকবেন। তিনি স্পষ্ট করে বলেন,এমপি নির্বাচিত হলে তার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি নিজেই স্বাবলম্বী। সংসদ সদস্য হলে সরকারি বেতন-ভাতা,গাড়ি-বাড়িসহ কোনো ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবেন না এবং সবকিছুই জনগণের কল্যাণে ব্যয় করবেন।
উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি জানান, কুলাউড়ার পর্যটন শিল্প বিকাশে হাকালুকি হাওরসহ বিভিন্ন পর্যটন স্থানকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কুলাউড়া হাসপাতালের শয্যা বৃদ্ধি,আধুনিক স্টেডিয়াম নির্মাণ,গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং শহরের যানজট নিরসনে কাজ করবেন। বিশেষ করে রবিরবাজার ও ব্রাহ্মণবাজার এলাকার যানজট সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন,নির্বাচিত হলে সাংবাদিকদের কল্যাণে কাজ করা হবে এবং উন্নয়ন কার্যক্রমে তাদের পরামর্শ সর্বোচ্চ গুরুত্ব পাবে। দল-মত নির্বিশেষে কুলাউড়ার সব শ্রেণি-পেশার মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কুলাউড়াবাসীর কাছে ‘ঘোড়া’ প্রতীকে ভোট দিয়ে তাকে আগামী দিনের একজন সেবক হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য,গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পৃথিমপাশা ইউনিয়নে হেভিওয়েট দুই প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলোচনায় আসেন এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা। তিনি এলাকায় একজন বিশিষ্ট ব্যবসায়ী ও জনদরদি ব্যক্তি হিসেবে পরিচিত। নেলসন ম্যান্ডেলা পুরস্কারসহ একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার বাবা মরহুম ফিরোজ উদ্দিন চৌধুরী ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি সুলতানপুর গ্রামের রাজাই পীর সাহেবের ভাগ্না এবং মুন্সী গিয়াস উদ্দিনের নাতি।

