চরকুমিরা দরবার শরীফের ৯৭তম ইছালে সাওয়াব মাহফিল সম্পন্ন
চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে শাহছুফি পীরে কামেল আলহাজ্ব ফকির আবদুর রহমান (দরবেশ)-এর স্মরণে চরকুমিরা দরবার শরীফের ৯৭ তম ইছালে সাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটায় আখেরি মোনাজাতের মাধ্যমে ফরিদগঞ্জের চরকুমিরা বোরহান উদ্দিন হাজী বাড়ির মাজার শরীফ প্রাঙ্গণে ৯৭ তম ইছালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। মাহফিলে প্রধান মেহমান ও দোয়াগীর ছিলেন কালির বাজার জৈনপুরের খানকা শরীফের পীর মাওলানা তারগীব আহমেদ সিদ্দিকী।
দরবার শরীফের তত্ত্বাবধায়ক ডাঃ এম মহিউদ্দিন আলমগীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা কুমিল্লার মাওলানা আরিফুল ইসলাম তাহেরী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেছেন কুমিল্লা লক্ষ্মীপুর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাফেজ রায়হান জালালী, রায়পুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আহসান উল্যাহ নেছারী। মাহফিলে মেহমান হিসেবে আগমন করেন সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সিআইপি জালাল আহমেদ।
মাহফিলের আখেরি মোনাজাতে দেশ ও বিদেশের মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন প্রধান মেহমান ও দোয়াগীর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফিল এন্তেজামিয়া কমিটির আলহাজ্ব নূর মোঃ মাস্টার, ডাঃ মোঃ ইব্রাহীম মিয়া, মাওলানা মোজাম্মেল, গাউছিয়া কমিটির হাজী আবুল কালাম আজাদ। আখেরি মোনাজাতের পর উপস্থিত হাজারো মুসল্লির মাঝে তাবাররুক বিতরণ করা হয়।