সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বানচালের অপচেষ্টা এবং চা শিল্পে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন চা-শ্রমিকরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পাঁচ শতাধিক চা-শ্রমিক ভাড়াউড়া চা-বাগান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দফতরে গিয়ে শেষ হয়।
এ সময় চা-শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার ও বিভাগীয় শ্রম দফতরের উপ-পরিচালক মহব্বত হোসেনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসকের কাছেও পৃথক স্মারকলিপি দেন শ্রমিক নেতারা।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন,“বর্তমানে ইউনিয়নের একটি নির্বাচিত কমিটি রয়েছে। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সাধারণ চা-শ্রমিকদের দাবির প্রেক্ষিতে দ্রুত নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু একটি মহল নির্বাচন ছাড়াই ক্ষমতা দখলের অপচেষ্টা চালাচ্ছে। এই অন্যায় ও অগণতান্ত্রিক তৎপরতার প্রতিবাদ জানাতেই আমরা সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি দিয়েছি।”
শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দফতরের উপ-পরিচালক মহব্বত হোসেন বলেন,“চা শিল্প রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের দেওয়া স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং তাদের দাবিগুলো মৌখিকভাবেও তুলে ধরা হবে।”
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ এ কন্দ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল,সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা,অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী,সহ-সভাপতি জেসমিন আক্তার,সহ-সম্পাদক রেখা বাক্তি, বালিশিরা ভ্যালির সাংগঠনিক কর্ণ তাঁতী, সহ-সভাপতি সবিতা গোয়ালা,মনু ধলাই ভ্যালির সম্পাদক নির্মল পাইনকাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

