জয়পুরহাট, প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় জয়পুরহাট সদর উপজেলার নাকড়গাছি চেকপোস্ট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
এ সময় আরও জানানো হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বিজিবি, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন থাকবে। এ সময় সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি দায়িত্ব পালন করবে এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।
এরই অংশ হিসেবে জয়পুরহাট জেলার দুটি সংসদীয় আসনে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি জয়পুরহাট সদর উপজেলার তিনটি ইউনিয়ন এবং পাঁচবিবি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এ লক্ষ্যে জেলায় মোট ২৪ প্লাটুনে আনুমানিক ৫০০ জনের বেশি বিজিবি সদস্য নির্বাচনী কর্তব্যে নিয়োজিত থাকবেন।
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এ সময় মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কেএনাইন (K-9) ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং কুইক রেসপন্স ফোর্স (QRF)। পাশাপাশি নিজস্ব ড্রোনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিবিড় নজরদারি চালানো হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ আশা প্রকাশ করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলাবাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

