দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে স্থলবন্দর সড়কের ভবানীপুর বানিয়াপাড়া নামক স্থানে চিকিৎসকের প্রাইভেট কারের সাথে মোটরসাইকেল,ভ্যান, সিএনজির সাথে নিহত এক।
আজ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯ টায় ঘটেছে। নিহত ব্যক্তি শামসুল উদ্দিন (৪৫) তবে ঠিকানা পাওয়া যায়নি।আহতদের মধ্যে আরো ২জনের অবস্থা আশঙ্কা জনক।
স্থানীয় সূত্রে জানা যায় সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় বিরল হতে দিনাজপুরে যাওয়ার অভিমূখে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থ পেডিক চিকিৎসক ডা মো মুক্তারুজামান দ্রুত গতিতে প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। এমতাবস্থায় প্রথমে যুগীহারী নামক স্থানে এক চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দেন। এতে ঘটনা স্থলেই
মোটরসাইকেল চালক ও শিশু বাচ্চা দুইজনই গুরুতর আহত হন। পরে পরপর ভ্যান ও সিএনজিকে ধাক্কা দিলে সেগুলো দুমড়ে মুচড়ে যায়। এতে আরো কয়েক জন যাত্রী আহত হন। পরবর্তীতে কারটি রাস্তায় গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতের মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শামসুল উদ্দিন (৪৫) কে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিরল থানা অফিসার ইনচার্জ মো আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহত ও নিহতদের পরিচয় নিশ্চিত সহ যথাযথ আইনি প্রক্রিয়া চলমান।

