ময়মনসিংহে দীর্ঘ ২২ বছরের ব্যবধানে অনুষ্ঠিত সার্কিট হাউস মাঠের জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার পর থেকেই নগরের বিভিন্ন প্রবেশপথে নেতা-কর্মীদের ঢল নেমে আসে। শহরজুড়ে ব্যানার, ফেস্টুন এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
মিছিলগুলো টাউন হল, নতুন বাজার, চরপাড়া ও পাটগোদাম ব্রিজসহ প্রতিটি মোড় দিয়ে সার্কিট হাউস মাঠের দিকে অগ্রসর হয়। বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিশাল মিছিল নিয়ে জনসভাস্থল পর্যন্ত পৌঁছান।
আনন্দমোহন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুজ্জাতুল ইসলাম মুনের নেতৃত্বে একটি বড় মিছিল দুপুরে মাঠে প্রবেশ করে। নেত্রকোনার দুর্গাপুর থেকে আগত মঞ্জুরুল হক বলেন, “আওয়ামী লীগের হাতে দুই হাত হারানোর বিচার এখনো পাইনি। তারেক রহমান সেই বিচার নিশ্চিত করবেন, এ জন্যই আমরা এসেছি।”
অন্যদিকে বিএনপি নেতা সারোয়ার হোসেন জানান, “অবহেলিত ময়মনসিংহের উন্নয়নের রূপরেখা আজ তারেক রহমানের কাছ থেকে শোনার জন্য আমরা এখানে উপস্থিত। আমাদের আশা, তার পরিকল্পনা বাস্তবায়িত হলে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে।” নারী কর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল। মহিলা দল কর্মী ফারজানা শারমিন বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর তিনি আমাদের কাছে আসছেন। এলাকার উন্নয়ন ও নারীদের ভাগ্য পরিবর্তনে তার পরিকল্পনা জানতে আমরা দলে দলে এসেছি।”
সার্কিট হাউস মাঠে জনসভা উপলক্ষে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। অংশগ্রহণকারীরা যাতে তারেক রহমানের ভাষণ স্পষ্টভাবে শুনতে পারেন, সেজন্য পুরো এলাকায় ৭০টি মাইকের মাধ্যমে শব্দ সম্প্রচার করা হয়েছে। এছাড়া মঞ্চের দুই পাশে চারটি বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে।
বিস্তারিত জানানো হয়েছে, জনসভায় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সাধারণ জনগণ ও মহিলা কর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেছেন। বিএনপির তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, ময়মনসিংহের জনগণকে উন্নয়নের দিক নির্দেশনা সরাসরি পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের জনসভা নিয়মিত আয়োজন করা হবে।

