এম আর সজিব সুনামগঞ্জ:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায় যে,ভিকটিম শীষ মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানাধীন লেঙ্গুর এলাকার বাসিন্দা। বিবাদীগণ মাদক ব্যবসা, জুয়ার বোর্ড পরিচালনাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। গত ১৪/১২/২০২৫ তারিখ ভিকটিম আনুমানিক রাত ৮ ঘটিকার সময় গাছতলা বাজার থেকে তার ভাড়াকৃত দোকানের দোকান ভাড়া ও অগ্রিম টাকাসহ ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা নিয়ে নিজ বাড়ির দিকে যাওয়ার পথে লেঙ্গুর দাশপাড়া এলাকায় বিবাদীগণকে অসামাজিক কার্যকলাপ করতে দেখে বাঁধা প্রদান করেন।
একপর্যায়ে সকল বিবাদীগণ ভিকটিমের সাথে জবরদস্তি করে তার সাথে থাকা ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা নিয়ে যায় এবং ভিকটিমকে নিখোঁজ করে ফেলে। পরবর্তীতে গত ২৮/১২/২০২৫ তারিখ আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় দাশপাড়া মসজিদ সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় এলাকার লোকজন একটি লাশ দেখতে পায়। অতঃপর ভিকটিমের ভাই ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখে তার ভাই বলে সনাক্ত করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং র্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গত ২৫/০১/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার মামলা নং-২০, তারিখ-৩১/১২/২০২৫ খ্রি. ধারা-১৪৩/৩৪১/৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০, এর মূলে সুনামগঞ্জের ধর্মপাশায় ‘শীষ মিয়া’ হত্যা মামলার এজাহারনামীয় ০২, ০৩ ও ০৫নং পলাতক আসামিদের গেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীগণ- ১। মাসুদ মিয়া (৩৯) ২। রাশিদ (৩৮) উভয় পিতা- মৃত বাদুর আলী, উভয় সাং- স্থায়ী গাছতলা বাজার এবং ৩। শাহিনুর আকন্দ (৩২) পিতা- আকিকুর রেজা আকন্দ, সাং-জিংলীগড়া, সর্ব থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

