দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ থেকে খেলার সুযোগ দিতে আলোচনা চলছে, জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন গত শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সাকিবের ফেরার বিষয়টি বোর্ডে চূড়ান্তভাবে আলোচিত হয়েছে। তিনি বলেন, “চলমান আলোচনা আছে। সাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।”
বিসিবি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে যাতে সাকিব দেশে এসে অবসর নেওয়ার সুযোগ পান। এরপরই বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।
আমজাদ হোসেন আরও জানান, “বোর্ড সর্বসম্মতিক্রমে সাকিব আল হাসানের ফিটনেস, অ্যাভেইলিবিলিটি এবং উপস্থিত থাকার সক্ষমতা মূল্যায়ন করবে। যেখানে খেলার সুযোগ থাকবে, সেখানেই সাকিবকে পরবর্তী সিলেকশনের জন্য বিবেচনা করা হবে। এছাড়া আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশগ্রহণের জন্য প্রয়োজন অনুযায়ী বোর্ড এনওসি (No Objection Certificate) দেবে।”
সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা মামলা এবং অন্যান্য আইনি বিষয়গুলো নিয়েও বিসিবি সরকারের সঙ্গে সমন্বয় করবে।
এদিকে, সাবেক এই টাইগার অধিনায়ক রাজনৈতিক কারণে দেশে ফিরে আসতে পারেননি। জাতীয় দলে ফেরার বিষয়টি ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

