কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে একটি আধা কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগীর।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দী গ্রামের বাদশাহ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটায় বাদশাহ মিয়ার বসতঘরে আগুন লাগে। পরে স্থানীয় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ফায়ারসার্ভিসের সদস্যরা আসেন।
আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান-চাল পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত বাদশাহ মিয়া বলেন, আমার সবকিছু শেষ হয়ে গেছে। ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড় সব সবকিছু পুড়ে গেছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের লীডার ফারুকুল ইসলামঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ করে স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
শাব্বির এলাহী, কমলগঞ্জ